আসলেই কি বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৭: ৪৮

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে 3I/ATLAS নামে একটি বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং এটি মানবতার জন্য বড় হুমকি হতে পারে। কেউ কেউ এটিকে ভিনগ্রহী প্রযুক্তি হিসেবে উল্লেখ করছেন, আবার কেউ সামরিক সমন্বয়ের কথাও বলছেন।

শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ধূমকেতুটি সম্পর্কে এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গুজবের সূত্রপাত নিউ ইয়র্ক পোস্টের ২৯ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনের পর, যেখানে ধূমকেতুর আকার ও সম্ভাব্য প্রভাব নিয়ে অনুমান করা হয়। এরপর সামাজির যোগাযোগ এক্সসে এটি ব্যাপকভাবে এটি শেয়ার হয়।

তবে আল জাজিরার তথ্য যাচাই সংস্থা সান্ড এবং নাসা জানাচ্ছে, 3I/ATLAS একটি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু হলেও এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণে এর আকার সর্বোচ্চ ৩.৫ মাইল (৫.৬ কিমি) বা ন্যূনতম ৪৪০ মিটার হতে পারে।

নাসা বলছে, এটি সৌরজগতের মধ্য দিয়ে যাওয়া একটি বিরল ধূমকেতু যা বিজ্ঞানীদের জন্য পর্যবেক্ষণের সুযোগ তৈরি করছে।

মিচিও কাকুর নামে যে উদ্ধৃতি প্রচার করা হচ্ছে সেটিও পুরনো এবং ধূমকেতু আবিষ্কারের আগের। ফলে, “বিশাল ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে” দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত