ইউক্রেনীয় শহরের কাছে লক্ষাধিক রুশ সেনার সমাবেশ

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ২৩: ০৮
এক সময় পোকরোভস্কে প্রায় ৬০ হাজার মানুষ বাস করতো, এক বছর ধরে শহরটির দখলের চেষ্টা করছে রাশিয়া। ছবি: সিএনএন

ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান অভিযোগ করেছেন যে, কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনীয় একটি শহর দখলের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া লক্ষাধিক সেনার সমাবেশ ঘটিয়েছে। শুক্রবার তিনি এ কথা বলেছেন বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

ইউক্রেনীয় সেনাপ্রধান ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, পোকরোভস্ক শহরের আশপাশে ১ লাখ ১০ হাজার সৈন্য জড়ো করেছে রাশিয়া।

তিনি বলেন, পোকরোভস্কের আশপাশের এলাকাটি পূর্বাঞ্চলে ১২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) জুড়ে বিস্তৃত। এটি যুদ্ধের ফ্রন্ট লাইনের ‘সবচেয়ে উত্তপ্ত স্থান’।

খবরে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী প্রায় এক বছর ধরে পোকরোভস্ক দখল করার লক্ষ্যে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু সৈন্য সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে স্পষ্ট সুবিধা থাকা সত্ত্বেও মস্কো শহরটি দখল করতে ব্যর্থ হয়েছে।

পোকরোভস্ক মস্কোর জন্য একটি কৌশলগত লক্ষ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে, তার লক্ষ্য হলো তার বাহিনীর আংশিকভাবে দখল করা পূর্ব ইউক্রেনীয় অঞ্চল দোনেস্ক ও লুহানস্ক দখল করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত