আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

আমার দেশ অনলাইন

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ জানিয়েছেন, দেশটি তেল বিক্রি থেকে ৩০ কোটি মার্কিন ডলার পেয়েছে। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত কারাকাসের সঙ্গে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ চুক্তির আওতায় পাওয়া প্রথম অর্থ। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর এই চুক্তি কার্যকর হয়।

বিজ্ঞাপন

এর আগে রয়টার্স জানায়, ভেনেজুয়েলা সরকার দেশটির চারটি ব্যাংককে অবহিত করেছে যে কাতারের একটি হিসাবে জমা থাকা তেল বিক্রির ৩০ কোটি ডলার তারা ভাগ করে নেবে। এই অর্থের মাধ্যমে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রার সংকটে থাকা দেশীয় কোম্পানিগুলোর কাছে ডলার বিক্রি করতে পারবে, যাতে তারা কাঁচামাল ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের মূল্য পরিশোধ করতে সক্ষম হয়।

কারাকাসে আয়োজিত এক অনুষ্ঠানে ডেলসি রোদ্রিগেজ বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে তেল বিক্রি থেকে পাওয়া অর্থ ইতোমধ্যে এসেছে। প্রথম ৫০ কোটি ডলারের অংশ হিসেবে ৩০ কোটি ডলার গ্রহণ করা হয়েছে।” তিনি জানান, এই অর্থ জাতীয় ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবহার করা হবে, যাতে বাজার স্থিতিশীল থাকে এবং শ্রমিকদের আয় ও ক্রয়ক্ষমতা সুরক্ষিত করা যায়।

এদিকে একই দিন ডেলসি রোদ্রিগেজের ভাই ও আইনপ্রণেতা জর্জে রোদ্রিগেজ জানান, দেশের প্রধান তেল আইন সংস্কারের একটি প্রস্তাব চলতি সপ্তাহেই প্রথমবারের মতো আলোচনায় আসতে পারে। তার মতে, প্রস্তাবিত কাঠামো মূলত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন আমলে চালু হওয়া অংশীদারিত্ব মডেলের ওপর ভিত্তি করে তৈরি হবে, যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে গত সপ্তাহে ডেলসি রোদ্রিগেজ আইনপ্রণেতাদের জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে হাইড্রোকার্বন আইন সংশোধনের পক্ষে সরকার। বর্তমানে এই আইনে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ (পিডিভিএসএ)-নিয়ন্ত্রিত যৌথ উদ্যোগের জন্য একটি মাত্র চুক্তি কাঠামো রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নতুন অংশীদারিত্বের জন্য ‘প্রোডাকটিভ পার্টিসিপেশন কন্ট্রাক্ট’ চালু করা হলেও এর শর্তাবলি পুরোপুরি প্রকাশ করা হয়নি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোদ্রিগেজ বলেন, এসব চুক্তিই আসন্ন আইন সংস্কারে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন