আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর এক বিবৃতিতে জানায়, তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (এলইএফ) তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। ওই বাহিনীকেই হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর মৃত্যুর জন্য দায়ী একটি প্রধান সংস্থা হিসেবে উল্লেখ করেছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক বিক্ষোভ চলাকালে ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক সহিংসতা ও দমনমূলক কৌশল ব্যবহার করেছে, যার ফলে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বার্তা দিতে চায় যুক্তরাষ্ট্র।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন