নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৪: ২০
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৬: ৫২

নাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, বুধবার থেকে যাত্রা শুরু করা এসন নাগরিক সেবাকেন্দ্রে সহজেই সরকারি সেবা নিতে পারবেন নাগরিকরা।

বিজ্ঞাপন

কেন্দ্রগুলোর ঠিকানা :

১. নাগরিক সেবাকেন্দ্র, গুলিস্তান

ঠিকানা: রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)

গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/cAet4WzmPEBeJTXG9

উদ্যোক্তা: মো. জাহিদ হাসান (০১৭৪৪৯৮৭৬০৬)

২. নাগরিক সেবাকেন্দ্র, বনশ্রী

ঠিকানা: বাড়ি নম্বর: ১/এ, রোড: ০২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯

গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/LifX6NDRcU22dazD7

উদ্যোক্তা: মোরশেদা মুক্তা (০১৮১১২৫৬৩৪১)

৩. নাগরিক সেবাকেন্দ্র, মোহাম্মদপুর

ঠিকানা: প্লট ৪৭, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/DHqACmu21nys38nh9

উদ্যোক্তা: মো. মুস্তাকিম (০১৭১৮৮৬৩৩৭১)

এই তিনটি নতুন কেন্দ্রসহ বর্তমানে ঢাকায় মোট ছয়টি নাগরিক সেবাকেন্দ্রের (গুলশান, উত্তরা, নীলক্ষেত, গুলিস্তান, বনশ্রী ও মোহাম্মদপুর) কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নাগরিকদের নিকটবর্তী কেন্দ্রে গিয়ে সেবা নিতে এবং অভিজ্ঞতা ভাগাভাগির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নাগরিকদের মূল্যবান পরামর্শ দিয়ে সরকারের ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত