তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে চেষ্টার কোনো ত্রুটি করবে না তুরস্ক। রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করবেন বলেও জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউক্রেনসহ সংঘাতপূর্ণ অঞ্চলগুলো আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় তার দেশের অংশগ্রহণ অব্যাহত থাকবে।
তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার মধ্যে ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে।
তিনি আরো বলেন, সোমবার তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ‘ব্ল্যাক সি গ্রিন করিডোর’ পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করবেন। তার মতে, এই করিডোর আবার চালু হলে, শান্তি প্রতিষ্ঠা সহজ হবে।
ইউক্রেনের বন্দর থেকে শস্য ও খাদ্যদ্রব্য নিরাপদে পরিবহনের জন্য রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যে ‘ব্ল্যাক সি গ্রিন করিডোর’ চুক্তি সই হয়।
তিনি আরো বলেন, ‘যুদ্ধে অনেক মানুষ নিহত হয়েছেন। কীভাবে এই এটা বন্ধ করা যায়, সে বিষয়ে আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবো। আমি বিশ্বাস করি আমাদের ইউরোপীয় অংশীদার, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য মিত্রদের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হবে।’
যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে, আঙ্কারা প্রথম ২০২২ সালের মার্চ মাসে রাশিয়া-ইউক্রেনের মধ্যে বৈঠকের আয়োজন করে। পরবর্তীতে ইউক্রেনীয় বন্দর থেকে শস্য ও খাদ্য সামগ্রী রপ্তানি সহজতর করতে একটি চুক্তিতে মধ্যস্থতা করে। রাশিয়া ২০২৩ সালের জুলাই মাসে এই চুক্তি থেকে বেরিয়ে যায়।
আরএ


পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলা, নিহত ৩
মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক