আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

থাইল্যান্ডে নির্মাণাধীন রেলপথে ক্রেন ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

আমার দেশ অনলাইন

থাইল্যান্ডে নির্মাণাধীন রেলপথে ক্রেন ধসে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

থাইল্যান্ডে নির্মাণাধীন একটি উচ্চগতির রেলপথের ওপর ক্রেন ভেঙে পড়ে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের দিকে যাত্রারত একটি ট্রেন নাখন রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় পৌঁছানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে রেলপথের নির্মাণকাজ চলাকালে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে ট্রেনের একটি বগির ওপর পড়ে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।

নাখন রাচাসিমা প্রদেশের পুলিশপ্রধান থাচাপোন চিন্নাওং জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ভেঙে পড়া ক্রেনটি একটি উচ্চগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

তবে দুর্ঘটনার সময় ট্রেনটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

সূত্র: এএফপি

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন