নিউইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনে মনোনয়ন পেলেন মামদানি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৬: ০২
ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছেন জোহরান মামদানি। আজ বুধবার এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। নিউইয়র্ক সিটি ইলেশন বোর্ড ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জোহরানের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ।

এরমধ্য দিয়ে নভেম্বরের মেয়র নির্বাচনের জন্য রাজনৈতিকভাবে নতুন এই নেতার প্রার্থী হওয়ার পথ পরিষ্কার হলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রকাশিত র‍্যাঙ্কড-চয়েস ভোটের ফলাফলে দেখা যায়, জোহরান মামদানি তৃতীয় ধাপে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। তৃতীয় ধাপে জয় পেতে একজন প্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়।

২০২১ সাল থেকে নিউইয়র্কে র‍্যাঙ্কড চয়েস ভিত্তিতে ভোটগ্রহণ শুরু হয়।

মামদানি নভেম্বরে নিউইয়কর্ সিটির মেয়র নির্বাচনে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মুখোমুখি হবেন।

২০২১ সালের মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে জয় পান এরিক। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক এই জয়কে ২০২১ সালে এরিকের নির্বাচনী প্রচারের সঙ্গে তুলনা করেছেন মামদানি।

তিনি বলেন, ‘প্রথম রাউন্ডেই যখন এতো ভোট পেলাম, যা এরিক অ্যাডামস গত নির্বাচনে সাত রাউন্ড মিলিয়েও পাননি, এটা সত্যিই বিস্ময়কর ছিল।'

৩৩ বছর বয়সী মামদানি একজন মুসলিম। তিনি নিজেকে গণতন্ত্রপন্থি সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন। প্রাইমারিতে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়েছেন তিনি।

গত সপ্তাহে প্রাইমারির প্রাথমিক ফলাফল ঘোষণার পর, অ্যান্ড্রু কুমো পরাজয় মেনে নিয়েছিলেন। চূড়ান্ত গণনায় কুমো ৪৪ শতাংশ ভোট পেয়েছেন।

দলীয় প্রাইমারিতে হেরে গেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন কুমো।

জোহরান মামদানি জয়ী হলে নিউইয়র্ক সিটি প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাবে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত