তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১০: ৩২
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১: ৫৯
তিব্বতের পৌরশহরের টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ছবি: সিনহুয়া

চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরও ৬২ জন। চীনের গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটানেও অনুভূত হয়েছে। নেপালেও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত