ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৭: ৪৪

ইসরাইল গাজা শহর দখলের পরিকল্পনার প্রেক্ষিতে ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। ইসরাইল গাজায় 'সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে' - এ কথা উল্লেখ করে শুক্রবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

শুক্রবার ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর মের্জ বলেন, 'জার্মান সরকার বিশ্বাস করে যে, গত রাতে ইসরাইলি মন্ত্রিসভা গাজা উপত্যকায় আরও কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, ফলে এই লক্ষ্যগুলো কীভাবে অর্জন করা যেতে পারে, তা ক্রমশ কঠিন হয়ে উঠছে।'

'এই পরিস্থিতিতে, জার্মান সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেবে না।'

গত জুনে জার্মান পার্লামেন্ট জানিয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলতি বছরের ১৩ মে পর্যন্ত ইসরাইলে ৫৬৪ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইসরাইলের মন্ত্রিসভা আজ ভোরে গাজা শহর দখলে নেওয়ার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। প্রায় দুই বছর ধরে চলা গণহত্যা যুদ্ধের পর বহির্বিশ্বের তীব্র সমালোচনা সত্ত্বেও এই পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহুর দখলদার সরকার।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত