গাজায় ইসরাইলি হামলা সত্ত্বেও যুদ্ধবিরতি কার্যকর আছে, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৩: ২৪
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৯৭ জন নিহত হয়েছেন। তারপরও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটন ইসরাইল ও হামাসের মধ্যে শান্তি নিশ্চিত করতে চায়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

রোববার এয়ার ফোর্স ওয়ানে গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপনারা জানেন, তারা বেশ উগ্র ছিল। তারা গুলি চালিয়েছে। আমরা মনে করি হামাসের নেতৃত্ব এতে জড়িত নয়, বরং বিদ্রোহীরা দায়ী।’

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি টিকে থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে হামাসের সঙ্গে এটা (যুদ্ধবিরতি) শান্তিপূর্ণভাবে চলবে।’

এক বিবৃতিতে গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ‘যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত