আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমপিদের বিনামূল্যে গাড়ি দেয়ার পরিকল্পনা, পূর্ব তিমুরে ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন
এমপিদের বিনামূল্যে গাড়ি দেয়ার পরিকল্পনা, পূর্ব তিমুরে ব্যাপক বিক্ষোভ
ছবি: বিবিসি

পূর্ব তিমুরে আইনপ্রণেতাদের বিনামূল্যে বিলাসবহুল গাড়ি দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের মুখে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে দেশটির সরকার। খবর বিবিসির

দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি পূর্ব তিমুর। মঙ্গলবার রাজধানী দিলিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। প্রথমে সংসদ সদস্যদের জন্য ৪ দশকি ২ মিলিয়ন মার্কিন ডলারের বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার দাবি নিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে সংসদ সদস্যদের জন্য আজীবন পেনশন সুবিধাসহ আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভের জেরে মঙ্গলবার সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা বাতিল করার পক্ষে ভোট দেন।

এছাড়া তীব্র বিক্ষোভের মুখে দেশটির সরকার জানিয়েছে আইনপ্রণেতাদের জন্য আজীবন পেনশন ‍সুবিধা বাতিল করা হবে।

হাজার হাজার মানুষ দুই দিনের এই বিক্ষোভে অংশ নেয়। এসময় বিক্ষোভকারদের সাথে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, জনগণ কষ্টে আছে অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে মরিয়া।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের আইনপ্রেণেতাদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার ইউএস ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১২ গুণ বেশি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন