নাইজারে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৭০ জন। বাস্তুচ্যুত হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ। বন্যায় ৩৩৯টি পাড়া ও গ্রামের সাত হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থার আনাদোলুর।
জেনারেল ডিরেক্টরেট অব সিভিল প্রটেকশন এক বিবৃতিতে জানিয়েছে, বন্যায় বাড়ি ধসে কমপক্ষে ৩০ জন মারা গেছেন। আর পানিতে ডুবে মারা গেছেন ১৭ জন। এছাড়াও বন্যায় ৭০ জন আহত হয়েছেন। গবাদি পশু মারা গেছে ২৫৭টি।
বন্যা প্রতিরোধের দায়িত্বে থাকা জাতীয় কমিটি জানিয়েছে, তারা তিন হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে।
কর্তৃপক্ষের জানায়, নাইজার সরকার দেশজুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সাহায্য করতে ২১ দশমিক ৩ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
বিশ্বব্যাপী সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়েছে আফ্রিকায়। জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরণ বদলে গেছে।
২০২৪ সালে, ভারী বৃষ্টিপাত দেশের আটটি অঞ্চল প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১৫ লাখ মানুষ।
আরএ


গাজা দখলে ইসরাইলের পরিকল্পনা ব্যর্থ হবে: হামাস
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত