তিন আফগান ক্রিকেটারের মৃত্যু নিয়ে আইসিসির বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১১: ০৭
ছবি: সংগৃহীত

তিন আফগান ক্রিকেটারের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আত্তা তারার আইসিসির বিবৃতিকে ‘পক্ষপাতদুষ্ট এবং আগাম সিদ্ধান্তমূলক’ বলে অভিহত করেছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটার নিহত হয়েছেন। তারা উরগন জেলা থেকে শনারা শহরে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বিবৃতি দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিজ্ঞাপন

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে পাকতিকা প্রদেশে সামরিক হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন এবং আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ থেকে তাদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে আইসিসি এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, ‘আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সাম্প্রতিক বিমান হামলায় প্রাণ হারানো তিন তরুণ এবং প্রতিশ্রুতিশীল আফগান ক্রিকেটার, কবির আগা, সিবগাতুল্লাহ এবং হারুনের মর্মান্তিক মৃত্যুতে আইসিসি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।’

আইসিসির এ বিবৃতির প্রতিক্রিয়ায় পাকিস্তানের তথ্যমন্ত্রী তারার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী পাকিস্তান আইসিসির পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।’

তিনি বলেন, ‘প্রমাণ হওয়ার আগেই এমন বিবৃতি পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত অভিযোগকে উষ্কানি দেয়। সীমান্ত সন্ত্রাসবাদের প্রধান শিকার পাকিস্তান আইসিসির এই বক্তব্য প্রত্যাখ্যান করছে।’

তিনি বলেন, আইসিসি তার দাবির পক্ষে স্বাধীন কোনো তদন্তের উদ্ধৃতি বা প্রমাণ দেয়নি। তিনি আইসিসির বক্তব্য সংশোধনের আহ্বান জানান।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত