ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের সঙ্গে বৈঠক করবেন। প্যারিস থেকে এএফপি জানিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য চলমান মার্কিন মধ্যস্থতার আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা।
ম্যাক্রোঁ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তিনি বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাধানে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করবেন। তিনি রাশিয়ার “উত্তেজনামূলক পথে চলা” এবং সাম্প্রতিক হামলারও কঠোর সমালোচনা করেন।
মস্কো শনিবার ভোরে ইউক্রেনে ৭০০-এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে দেশের জ্বালানি ও রেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা হাজারো পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য শীতকালীন উষ্ণতা ও পানির সংকট সৃষ্টি করেছে।
ম্যাক্রোঁ বলেন, “আমরা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে আমেরিকানদের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাব। এটি ছাড়া কোনো স্থায়ী শান্তি সম্ভব নয়।” তিনি আরও জানিয়েছেন, রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে যাতে তারা শান্তি বেছে নিতে বাধ্য হয়।
এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করেন। তবে মস্কো প্রস্তাবের কিছু অংশ প্রত্যাখ্যান করেছে।
এসআর

