গাজা যুদ্ধবিরতি চুক্তি

আমার দেশ অনলাইন

গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের চুক্তির অংশ হিসেবে বন্দি-বিনিমিয় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরাইল ও হামাস। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইসরাইল প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদেরমধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং এক হাজার ৭০০ জন যুদ্ধ শুরুর পর গ্রেপ্তার হওয়া বন্দি। বিনিময়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। খবর টাইমস অব ইসরাইলের।
হামাসের আরেকটি সূত্র জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘন্টার মধ্যে বন্দি-বিনিময় কার্যকর করা শুরু হবে। ফিলিস্তিনি দলগুলোর সঙ্গেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে।
সৌদি টেলিভিশন আল-শার্ক জানায়, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘণ্টার মধ্যে বন্দি ও জিম্মি বিনিময় শুরু হবে, এবং এটি আগামী সপ্তাহে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের আরেকটি চ্যানেল আল-হাদাথ জানিয়েছে, ৭২ ঘণ্টার গণনা শুরু হবে তখনই, যখন ইসরাইলি সেনারা গাজায় নির্ধারিত সীমারেখায় সরে যাবে।
হামাসের শীর্ষ কর্মকর্তার মতে, এই চুক্তিতে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।
সেইসঙ্গে রাফাহ সীমান্ত ও এর আশপাশ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং ফিলিস্তিনি রোগী ও আহতদের মিশরে স্থানান্তর করার অনুমতি দেয়া হবে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রাফাহ সীমান্ত দুই দিকেই খুলে দেয়া হবে।
প্রথম পাঁচ দিনে গাজায় প্রতিদিন কমপক্ষে ৪০০ ট্রাক ত্রাণ নিয়ে প্রবেশ করবে এবং পরবর্তী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে এএফপি-কে জানিয়েছেন হামাসের আরেক কর্মকর্তা।
চুক্তিতে আরো বলা হয়েছে, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের অবিলম্বে গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে।
আরএ

গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের চুক্তির অংশ হিসেবে বন্দি-বিনিমিয় প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ইসরাইল ও হামাস। হামাসের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ইসরাইল প্রায় এক হাজার ৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদেরমধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং এক হাজার ৭০০ জন যুদ্ধ শুরুর পর গ্রেপ্তার হওয়া বন্দি। বিনিময়ে ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। খবর টাইমস অব ইসরাইলের।
হামাসের আরেকটি সূত্র জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘন্টার মধ্যে বন্দি-বিনিময় কার্যকর করা শুরু হবে। ফিলিস্তিনি দলগুলোর সঙ্গেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে।
সৌদি টেলিভিশন আল-শার্ক জানায়, চুক্তি বাস্তবায়নের ৭২ ঘণ্টার মধ্যে বন্দি ও জিম্মি বিনিময় শুরু হবে, এবং এটি আগামী সপ্তাহে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের আরেকটি চ্যানেল আল-হাদাথ জানিয়েছে, ৭২ ঘণ্টার গণনা শুরু হবে তখনই, যখন ইসরাইলি সেনারা গাজায় নির্ধারিত সীমারেখায় সরে যাবে।
হামাসের শীর্ষ কর্মকর্তার মতে, এই চুক্তিতে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।
সেইসঙ্গে রাফাহ সীমান্ত ও এর আশপাশ থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে এবং ফিলিস্তিনি রোগী ও আহতদের মিশরে স্থানান্তর করার অনুমতি দেয়া হবে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রাফাহ সীমান্ত দুই দিকেই খুলে দেয়া হবে।
প্রথম পাঁচ দিনে গাজায় প্রতিদিন কমপক্ষে ৪০০ ট্রাক ত্রাণ নিয়ে প্রবেশ করবে এবং পরবর্তী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়ানো হবে বলে এএফপি-কে জানিয়েছেন হামাসের আরেক কর্মকর্তা।
চুক্তিতে আরো বলা হয়েছে, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের অবিলম্বে গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হবে।
আরএ

লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন মারা গেছেন। শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি নৌকায় ২৬ জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে চারজন মারা গেছেন।
৩ মিনিট আগে
পুরো দুবছর ইসরাইলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর নতুন করে এ অঞ্চলের পুনর্নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা চলছে। এ লক্ষ্যে আমেরিকা গাজাকে দুটি অঞ্চলে বিভক্ত করার পরিকল্পনা করছে। এর মধ্যে ইসরাইলি ও আন্তর্জাতিক
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশরসহ বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে (UNSC) দ্রুত গাজার জন্য ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুমোদনের আহ্বান জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানিয়েছে, তারা নিরাপত্তা পরিষদের চলমান প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে।
৭ ঘণ্টা আগে
সৌদি আরবে বৃষ্টি কামনার বিশেষ নামাজ সালাতুল ইস্তিখারা অনুষ্ঠিত হওয়ার একদিন পরই মদিনার আকাশে নেমে আসে কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবার প্রবল বর্ষণে ভিজে ওঠে মসজিদে নববীর প্রাঙ্গণ, আর সেই নির্মল বর্ষণের মাঝে মুসল্লিরা আদায় করেন সাপ্তাহিক জুমার নামাজ। পবিত্র এই মুহূর্তটি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে বিশেষ আ
৮ ঘণ্টা আগে