ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪: ০২
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪: ০৪

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধসংক্রান্ত একটি মিশনে অংশগ্রহণকালে প্রাণ হারান। বুধবার কুরস্ক অঞ্চলে একটি কমান্ড পোস্টে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন।

বিজ্ঞাপন

তবে ঠিক কী ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা বিস্তারিত জানানো হয়নি।

মিখাইল গুদকভকে গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সর্বোচ্চ সামরিক সম্মাননা প্রদান করেছিলেন।

২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর থেকে কিয়েভের হামলায় রাশিয়ার কমপক্ষে ১০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের হামলায় সর্বশেষ নিহত শীর্ষ কর্মকর্তা গুদকভ রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি মেরিন ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত