আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিউজিল্যান্ডে ভূমিধস, নিখোঁজ ৬

আমার দেশ অনলাইন

নিউজিল্যান্ডে ভূমিধস, নিখোঁজ ৬
ছবি: আল জাজিরা

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপে একটি জনপ্রিয় ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভারী বৃষ্টিপাতের ফলে দ্বীপের পূর্ব উপকূলে মাউন্ট মাউঙ্গানুইতে ভূমিধসের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

শুক্রবার কর্মকর্তারা সতর্ক করে বলেন, নিখোঁজদের সন্ধানে বেশ কয়েক দিন সময় লাগতে পারে, কারণ ভারী বৃষ্টির পর কাদা ও ধ্বংসাবশেষে ক্যাম্পসাইটটি ঢেকে যায়। তিনটি যান্ত্রিক খননযন্ত্র ব্যবহার করে উদ্ধার তৎপরতা চলছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও জরুরি কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের আর্তনাদ শোনা যায়। এরপর আর কোনো শব্দ শোনা যায়নি।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির সহকারী জাতীয় কমান্ডার ডেভিড গার্ড বলেন, ধীরে ও সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। তিনি বলেন, ‘আমরা একটি জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘নিখোঁজদের খোঁজে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।’

গ্রীষ্মকালে হাইকার ও সৈকতপ্রেমীদের কাছে মাউন্ট মাউঙ্গানুই পর্যটন কেন্দ্রটি বিশেষভাবে আকর্ষণীয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন