গণমাধ্যমের সাক্ষাতকারে জাবিহুল্লাহ মুজাহিদ

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও দেশটির সামরিক বাহিনী তাতে বাধা সৃষ্টি করছে। খাইবার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন আফগানিস্তানের সরকারি মুখপাত্র ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
শনিবার (১ নভেম্বর) আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুজাহিদ বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনীর কিছু উপাদান ইচ্ছাকৃতভাবে দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করছে।’ তিনি জানান, পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত সাদিক খান কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন, কিন্তু একই সময়ে পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালায়। এ থেকে বুঝা যায় ‘বেসামরিক সরকার সম্পর্ক গড়তে চায়, কিন্তু সামরিক বাহিনী সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে’ বলেন মুজাহিদ।
ডুরান্ড লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের বিষয়গুলো রাজনীতি থেকে আলাদা রাখা উচিত।’
এসময় তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, “ইমরানের আমলে সম্পর্ক ভালো ছিল—বিশেষ করে বাণিজ্য, টিটিপি নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সবকিছু সুষ্ঠুভাবে চলছিল।”
মুজাহিদ আশা প্রকাশ করেন যে, কাবুল ও ইসলামাবাদের মধ্যে পরবর্তী দফা আলোচনায় (যা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা) উভয় পক্ষ আন্তরিক ও বাস্তবসম্মত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করবে।

পাকিস্তানের সরকার পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও দেশটির সামরিক বাহিনী তাতে বাধা সৃষ্টি করছে। খাইবার টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন আফগানিস্তানের সরকারি মুখপাত্র ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
শনিবার (১ নভেম্বর) আফগানভিত্তিক সংবাদমাধ্যম টোলোনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুজাহিদ বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনীর কিছু উপাদান ইচ্ছাকৃতভাবে দুই দেশের সম্পর্ক নষ্ট করার জন্য কাজ করছে।’ তিনি জানান, পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত সাদিক খান কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন, কিন্তু একই সময়ে পাকিস্তান আফগান ভূখণ্ডে হামলা চালায়। এ থেকে বুঝা যায় ‘বেসামরিক সরকার সম্পর্ক গড়তে চায়, কিন্তু সামরিক বাহিনী সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে’ বলেন মুজাহিদ।
ডুরান্ড লাইনের ক্রসিং বন্ধ করে দেওয়ার ফলে দুই দেশের ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ধরনের বিষয়গুলো রাজনীতি থেকে আলাদা রাখা উচিত।’
এসময় তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সময় দুই দেশের সম্পর্কের প্রসঙ্গ টেনে বলেন, “ইমরানের আমলে সম্পর্ক ভালো ছিল—বিশেষ করে বাণিজ্য, টিটিপি নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সবকিছু সুষ্ঠুভাবে চলছিল।”
মুজাহিদ আশা প্রকাশ করেন যে, কাবুল ও ইসলামাবাদের মধ্যে পরবর্তী দফা আলোচনায় (যা আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা) উভয় পক্ষ আন্তরিক ও বাস্তবসম্মত আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করবে।

দীর্ঘ ২৫ বছর পর তুরস্কের মর্যাদাপূর্ণ আতাতুর্ক আন্তর্জাতিক শান্তি পুরস্কার পুনরায় প্রদান করা হচ্ছে। এ বছরের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
১ ঘণ্টা আগে
আজ আতাতুর্ক বিমানবন্দরের নতুন “জনতার উদ্যান” উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দিয়ে এরদোয়ান বলেন, “এক বছরের মধ্যে আমরা সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। মাঠের পরিস্থিতি আমাদের সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।”
১ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়, মাদুরো রাডার সিস্টেম, বিমান মেরামত এবং সম্ভবত ক্ষেপণাস্ত্র সরবরাহে সহায়তা চাইছেন। রাশিয়ার প্রতি তার আবেদন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠির মাধ্যমে করা হয়েছিল যেটি একজন সিনিয়র সহকারীর মস্কো সফরের সময় পৌঁছে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শনিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য বেইজিংয়ের সহযোগিতা চেয়েছেন। বৈঠকে প্রেসিডেন্ট সি জানান, চীন সহযোগিতা বাড়াতে এবং যৌথভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে