বিএনপি নিষিদ্ধ চাওয়া চেয়ারম্যান এবার ভেঙে দিলেন স্ত্রীর হাত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২২: ০১

যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে।

শুক্রবার (৩১ অক্টোবর) স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুকের দাবি করে রাজি না হওয়ায় চেয়ার দিয়ে পিটিয়ে স্ত্রীর তার হাত ভেঙে দেয়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। এই ঘটনায় ভুক্তভোগী মারিয়া আক্তারের মা রহিমা বেগম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দাখিল করেন। এছাড়াও সে ২০২২ সালে বিএনপির রাজনীতি নিষিদ্ধ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দিয়েছিলেন।

অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাম মো. সাইফুল ইসলাম। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। শিদলাই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা যায় ৩১ অক্টোবর বিকেলে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম তার স্ত্রী মারিয়া আক্তারের কাছে ২০ লাখ টাকা যৌতুক দেওয়ার দাবি করে। স্ত্রী টাকা দিতে অনীহা প্রকাশ করলে ঘরে থাকা চেয়ার দিয়ে স্ত্রীর উপর আঘাত করলে তার হাত ভেঙে যায়।

চেয়ারম্যানের স্ত্রী মারিয়া আক্তার বেগম দৈনিক আমার দেশকে বলেন, প্রতি ঈদে সে আমার মায়ের কাছে বিশ হাজার টাকা সালামি চাইতো। যে কোনো বিষয়ে আমার মায়ের কাছে কিছুদিন পর পর ৫০ হাজার এক লাখ টাকা দাবি করত। টাকা না দিলে আমার সাথে খারাপ আচরণ করতো। কিন্তু গতকাল সে আমাকে চেয়ার দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে।

২০ লাখ টাকা যৌতুক না দেয়ায় স্ত্রীকে পিটিয়েছেন এই বিষয়ে জানতে চাইলে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এই ঘটনা সত্য নয়। তিনি নিজেই তার হাত গ্লাসে আঘাত করে ভেঙেছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান বলেন, সাইফুল ইসলাম চেয়ারম্যানের স্ত্রী থানায় এসেছে। অভিযোগের বিষয়ে এখনো আমি কোনো তথ্য পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত