আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩, জরুরি অবস্থা জারি

আমার দেশ অনলাইন
গুয়াতেমালার আদিবাসী অঞ্চলে সংঘর্ষে নিহত ১৩, জরুরি অবস্থা জারি
গুয়াতেমালার আদিবাসী অধ্যুষিত শহর নাহুয়ালায় সাম্প্রতিক সহিংস সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

গুয়াতেমালার আদিবাসী অধ্যুষিত শহর নাহুয়ালায় সাম্প্রতিক সহিংস সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ম্যানুয়েল গুয়ারচাখ। রোববার বার্তা সংস্থা এএফপিকে দেওয়া বক্তব্যে তিনি এই ঘটনার জন্য আংশিকভাবে দেশটির সেনাবাহিনীকে দায়ী করেন।

বিজ্ঞাপন

রাজধানী গুয়াতেমালা সিটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত নাহুয়ালায় গত কয়েক দিনে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো রোববার ওই অঞ্চলে বিশেষ প্রতিরোধমূলক জরুরি অবস্থা জারি করেন।

নাহুয়ালা ও পার্শ্ববর্তী মায়া জনগোষ্ঠী অধ্যুষিত সান্তা কাতারিনা ইক্সতাহুয়াকান এক শতাব্দীরও বেশি সময় ধরে সীমান্ত বিরোধে জড়িয়ে আছে। এই বিরোধকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

মেয়র গুয়ারচাখের দাবি, গুয়াতেমালার সেনাবাহিনী ও সান্তা কাতারিনা ইক্সতাহুয়াকানের কয়েকজন বাসিন্দার চালানো এক অতর্কিত হামলায় ১৩ জন নিহত হন। তিনি জানান, নিহতদের বয়স ১৪ থেকে ৭০ বছরের মধ্যে এবং তারা স্থানীয় একটি পাথর খনিতে কাজ করার সময় হামলার শিকার হন। মেয়রের ভাষ্য অনুযায়ী, নিহতদের নাম ও বয়স তিনি নিজেই পড়ে শুনিয়েছেন এবং বিষয়টি কোনোভাবেই মনগড়া নয়।

ঘটনার পর নাহুয়ালায় দুই দিনের শোক ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই নিহতদের দাফন ও শেষকৃত্যের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আরেভালো জানান, সোলোলা বিভাগে ১৫ দিনের জন্য ‘স্টেট অব প্রিভেনশন’ জারি করা হয়েছে, যেখানে এই দুই সম্প্রদায় বসবাস করে। এই আদেশের আওতায় ওই এলাকায় সমাবেশ ও বিক্ষোভের স্বাধীনতাসহ কিছু মৌলিক অধিকার সাময়িকভাবে সীমিত করা হবে।

প্রেসিডেন্ট আরেভালো বলেন, সোলোলা বিভাগ ও দেশের নিরাপত্তা বর্তমানে এক সংকটজনক পরিস্থিতির মুখে। তার অভিযোগ, সংঘবদ্ধ অপরাধচক্রগুলো পরিকল্পিতভাবে এই অঞ্চলে সহিংসতা উসকে দিচ্ছে, যাতে সেনাবাহিনীকে এলাকা ছাড়তে বাধ্য করা যায় এবং তারা নির্বিঘ্নে চাঁদাবাজি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড চালাতে পারে।

তিনি আরও জানান, চলতি সপ্তাহের শুরুতে অপরাধী গোষ্ঠীগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করে টানা ১০ ঘণ্টার বেশি সময় একটি সামরিক চৌকিতে হামলা চালায়, এতে সাতজন সেনা সদস্য আহত হন। প্রেসিডেন্টের মতে, ওই ঘটনায় কোনো সম্প্রদায়গত সংঘর্ষ হয়নি; এটি ছিল সেনাবাহিনীর ওপর একটি পরিকল্পিত আক্রমণ।

এর আগে বৃহস্পতিবার দুটি সম্প্রদায়ের মধ্যে গোলাগুলিতে চারজন সেনা আহত হন। এই দীর্ঘদিনের সীমান্ত বিরোধের সঙ্গে বনাঞ্চল ও পানিসম্পদ সংরক্ষিত এলাকাও জড়িয়ে রয়েছে।

উল্লেখ্য, এই সংঘাত নিয়ন্ত্রণে অতীতেও একাধিকবার অবরোধ ও জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসে সংঘটিত এক ভয়াবহ সহিংসতায় ১৩ জন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু ও একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন