জেরুজালেম বিজয়ের ৮৩৮তম বার্ষিকীতে যে বার্তা দিলেন এরদোয়ান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৬: ২১

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জেরুজালেম বিজয়ের ৮৩৮তম বার্ষিকী উপলক্ষে মুসলিম বিশ্বের ঐতিহাসিক বিজয় ও জেরুজালেমের মর্যাদা রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘জেরুজালেম বিজয়ের ৮৩৮তম বার্ষিকীতে, আমি এই পবিত্র শহরের দ্বিতীয় বিজয়ী সালাহউদ্দিন আল-আইয়ুবি এবং তার বীর সৈন্যদের করুণার সাথে স্মরণ করছি।’

বৃহস্পতিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন, নবী মুহাম্মদ (সা.) এবং তার পূর্ববর্তী নবীদের দ্বারা জেরুজালেম মুসলমানদের ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার। তিনি বলেন, “জেরুজালেমের জন্য আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাব।”

উল্লেখ্য, মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত মসজিদুল আকসা যেখানে অবস্থিত, সেই জেরুজালেম ১১৮৭ সালে সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্বে ক্রুসেডারদের কাছ থেকে পুনরুদ্ধার করা হয়। এ বিজয় মুসলিম ইতিহাসে এক গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত।

বার্ষিকী উপলক্ষে এরদোগানের এ বক্তব্য এমন সময় এলো, যখন পবিত্র আল-আকসা মসজিদ ও জেরুজালেম ঘিরে রাজনৈতিক উত্তেজনা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়েছে।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত