ইসরাইলে আবারো ইরানের হামলা, স্থানীয়দের পালাতে বলল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০১: ৫৬
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৫: ৪৪

ইসরাইলের বন্দরনগরী হাইফাতে আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। হাইফা ছাড়াও তেল আবিবসহ আরও কয়েকটি শহরে সরাসরি আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল।

সেখানে সাইরেন বাজানো হয়েছে এবং স্থানীয়দের সংরক্ষিত এলাকায় পালাতে বলেছে দেশটির সেনাবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে আল জাজিরা ও এএফপি জানিয়েছে, রোববার সন্ধ্যায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় হাইফার আকাশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ইসরাইলি সেনাবাহিনীও নতুন এক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইরান ইসরাইলের ওপর নতুন আক্রমণ শুরু করেছে। হাইফাসহ কয়েকটি শহরে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছে তারা। 

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত