আফগানিস্তানের বেশ কয়েকটি ব্ল্যাক হক হেলিকপ্টার উজবেকিস্তান থেকে পেরুতে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে সরকারের পতনের পর এসব হেলিকপ্টার উজবেকিস্তানে স্থানান্তর করা হয়েছিল। খবর টোলো নিউজের।
তবে তালেবান সরকার এই বিষয়ে এখনো বিবৃতি দেয়নি। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি গত ১২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে, রাজনৈতিক পরিবর্তনের পর যেসব দেশ আফগানিস্তানের হেলিকপ্টার রেখেছিল, তাদেরকে সেসব ফেরত দেয়ার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, ‘চার বছর আগে সরকার পরিবর্তনের পর, যারা আমাদের বেশ কিছু হেলিকপ্টার হস্তান্তর করে এবং প্রতিবেশী দেশগুলোতে নিয়ে যায়, আমরা সেই দেশগুলোকে অনুরোধ করছি- তারা যেন এই হেলিকপ্টারগুলো আফগানিস্তানে ফেরত পাঠায়। ফেরত পেলে হেলিকপ্টারগুলো মানবিক কার্যক্রমে ব্যবহার করা যাবে।’
সামরিক বিশেষজ্ঞ মোহাম্মদ জালমাই আফগানিয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের লক্ষ্য আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা। কাজেই যদি হেলিকপ্টারগুলো আফগানিস্তানের কাছে হস্তান্তর করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেগুলো সন্ত্রাসবাদ দমন কর্মসূচি পরিচালনায় ব্যবহার করা যেতে পারে।’
২০২১ সালে সরকারের পতনের পর ৪৬টি আফগান সামরিক বিমান এবং হেলিকপ্টার উজবেকিস্তানে স্থানান্তর করা হয়েছিল। এর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি উজবেকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রকে সাতটি হেলিকপ্টার হস্তান্তর করে।
আরএ


অস্ত্র রাখা হামাসের বৈধ অধিকার: আল-হায়া
সিডনিতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬