আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে হুমকির মুখে আইসিসির প্রধান প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক
ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্ত নিয়ে হুমকির মুখে আইসিসির প্রধান প্রসিকিউটর

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর কারিম খান রাজনৈতিক চাপ ও সরাসরি হুমকির মুখে পড়েছেন। শুক্রবার এমন তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। খবর আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলের পক্ষ থেকে তার ওপর নজরদারি ও যৌন কেলেঙ্কারির অভিযোগ তুলে তদন্ত থামাতে চাপ সৃষ্টি করা হচ্ছে।

বিজ্ঞাপন

২০২৪ সালের মে মাসে এক বৈঠকে ব্রিটিশ-ইসরাইলি আইনজীবী নিকোলাস কউফম্যান তাকে বলেন, “তারা তোমাকে এবং এই আদালতকে ধ্বংস করবে।” যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামও তাকে পরোয়ানা ইস্যু না করার জন্য কঠোর ভাষায় সতর্ক করেন। হেগ শহরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের তৎপরতা নিয়েও ডাচ কর্তৃপক্ষ তাকে অবহিত করে।

একইসঙ্গে কারিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনা হলেও তিনি তা অস্বীকার করেছেন। আইসিসির একজন নারী আইনজীবীর বরাতে বলা হয়, আদালতের ভেতরে থেকেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

প্রতিবেদন অনুসারে, কারিম খান ইসরায়েলের দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছিলেন। এরপরই তাকে লক্ষ্য করে এই সমন্বিত প্রচারাভিযান শুরু হয়, যা আইসিসি ধ্বংসের আশঙ্কা তৈরি করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন