আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি হাসপাতালে ভর্তি

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় করাচি শহরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে চিৎিসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জ্বর এবং সংক্রমণের কথা জানানোর পর তাকে হাসপাতালে আনা হয়। প্রেসিডেন্ট জারদারির কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন