হামাস ভুল মৃতদেহ ফেরত দিয়েছে দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৮: ২০
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৮: ৩৫

হামাস জিম্মি হিসেবে যে চার জনের মৃতদেহ ফেরত দিয়েছে তার মধ্যে একটি জিম্মি কারও নয় বলে দাবি করেছে ইসরাইল।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে রাতে যেসব মৃতদেহ এসেছে তার মধ্যে একটি কোনো জিম্মির সাথে মেলেনি।

বিজ্ঞাপন

ইসরাইল জানিয়েছে,“সব মৃত জিম্মিকে ফেরত দেওয়ার জন্য হামাসকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে হবে।”

উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে গাজায় মোট ৪৮ জন ইসরাইলে জিম্মি ছিলেন। এর মধ্যে ২৮ জনই মৃত বলে ধারণা করা হয়।

হামাস সোমবার জীবিত ২০ জনকেই ফেরত দিয়েছে। এরপর পর্যায়ক্রমে মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দিচ্ছিলো। সোমবার চার জনের দেহাবশেষ ফেরত দেয় তারা। এরপর মঙ্গলবার আরও চারজনের দেহাবশেষ ফেরত দেওয়া হয়, তবে এর মধ্যে একজন জিম্মি নয় বলে ইসরাইল দাবি করছে। এখন পর্যন্ত সাত জিম্মির দেহাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে দখলদার ইসরাইল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত