
আমার দেশ অনলাইন

চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত তিন দিনে গাজা উপত্যকায় ১০৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
সোমবার গভীর রাতে এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, শনিবার থেকে বেসামরিক এবং বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে ১৪৩টি কামান এবং বিমান হামলা চালানো হয়েছে।
তিনদিনে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১০৬ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে ৬৫ জন মারা গেছেন গাজা সিটিতে।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান।
ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার নিয়ে মিশরের শার্ম আল-শেখে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দল পরোক্ষ আলোচনা শুরু করেছে।
এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।
তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী ৬৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরএ

চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত তিন দিনে গাজা উপত্যকায় ১০৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
সোমবার গভীর রাতে এক বিবৃতিতে গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, শনিবার থেকে বেসামরিক এবং বাস্তুচ্যুত মানুষের ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে ১৪৩টি কামান এবং বিমান হামলা চালানো হয়েছে।
তিনদিনে ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১০৬ জন নিহত হয়েছেন। এদেরমধ্যে ৬৫ জন মারা গেছেন গাজা সিটিতে।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান।
ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার নিয়ে মিশরের শার্ম আল-শেখে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দল পরোক্ষ আলোচনা শুরু করেছে।
এই আলোচনা এমন এক সময় চলছে, যখন হামাসের ইসরাইল আক্রমণ ও গাজা যুদ্ধের দুই বছর পূর্তি হতে যাচ্ছে। ফলে এই আলোচনাকে অনেকেই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসানের সম্ভাবনা হিসেবে দেখছেন।
তবে যুদ্ধবিরতি চূড়ান্ত করতে এখনও অনেক বাধা রয়ে গেছে। এরই মধ্যে ইসরাইল গাজায় হামলা অব্যাহত রেখেছে। সোমবারের হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী ৬৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
আরএ

পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে টমোটো। দেশটির গণমাধ্যম ডন জানায়, বন্যা এবং ফসলের অনেক ক্ষতি সত্ত্বেও পাকিস্তানের ইতিহাসে টমোটোর দাম কখনোই এত বেশি ছিল না। এটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে
মাস্কের মতে, হিউম্যানয়েড রোবটগুলি শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে এবং সমাজকে ব্যাপক রূপান্তরিত করতে পারে। তিনি অপ্টিমাসকে একজন “অবিশ্বাস্য সার্জন” হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ব্যাপক ব্যবহার এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে কাজ ঐচ্ছিক হবে এবং
৬ ঘণ্টা আগে
নতুন এই যৌথ উদ্যোগের নেতৃত্বে থাকবে এয়ারবাস, যার হাতে থাকবে ৩৫% শেয়ার। লিওনার্দো ও থ্যালেস প্রত্যেকে পাবে ৩২.৫% করে মালিকানা। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে প্রায় ২৫ হাজার মানুষকে কর্মসংস্থান দেবে এবং পাঁচ বছরের মধ্যে মধ্য-তিন অঙ্কের মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
৬ ঘণ্টা আগে
গত নয়ই মে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়ে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। কারণ, সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে অচল হয়ে পড়ায়, সাধারণ পরিষদকে আরো একাধিক জরুরি
৭ ঘণ্টা আগে