
আমার দেশ অনলাইন

রাশিয়া সোমবার বলেছে যে, ইউক্রেন যুদ্ধ জিততে পারবে এমন ভাবনাই ভুল ধারণা। একই সময়ে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে, তারা সমগ্র সামরিক ফ্রন্টে আরও তিনটি গ্রাম দখল করেছে।
রাশিয়া তার জনবল ও সামরিক সরঞ্জামে সুবিধা নেয়ার চেষ্টা করছে, তবে ভূখণ্ড দখল ধীরে ধীরে এবং ব্যয়সাপেক্ষে হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় চার বছর পরে দুই পক্ষই ব্যাপকভাবে নিরাপদ স্থাপনায় অবস্থান করছে।
“ইউরোপের দেশগুলো বিশ্বাস করছে যে ইউক্রেন যুদ্ধ জিতে নিজের স্বার্থ অর্জন করতে পারবে,” ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন। তিনি বলেন, “কিয়েভের শাসন ব্যবস্থার মধ্যে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। সামরিক ফ্রন্টের পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ইঙ্গিত করছে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, তারা ইউক্রেনের জাপোরিজজিয়া অঞ্চলের স্লোদকিয়ে ও নোভে গ্রাম এবং দোনেৎস্ক অঞ্চলের গনাতিভকা গ্রাম দখল করেছে।
পেসকভ আরও বলেন, যুদ্ধ কেবল তখনই শেষ হবে “যখন রাশিয়া শুরুতেই নির্ধারিত লক্ষ্য অর্জন করবে।”
মস্কো দাবি করছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান ভাষাভাষী জনগণকে রক্ষা করতে, NATO-এর পূর্বে সম্প্রসারণ ঠেকাতে এবং দেশ থেকে “নেও-নাজিদের” অপসারণে লড়াই করছে। কিন্তু কিয়েভ ও পশ্চিমা দেশগুলো এই যুক্তিগুলো ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
কিয়েভের পক্ষের মতে, এই সংঘাত যা বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিয়েছে, আসলে রাশিয়ার সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের চেষ্টা ছাড়া কিছু নয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
মস্কো কোনো ধরনের যুদ্ধবিরতি বা দাবি প্রত্যাহারের প্রস্তাবে রাজি হয়নি। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা কেবল তখনই আক্রমণ থামার বিষয়টি আলোচনায় আনবে, যদি ইউক্রেন পূর্ব ডোনবাস থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং পশ্চিমা সামরিক সমর্থন প্রত্যাখ্যান করে।
কিয়েভের পক্ষের মতে, এই শর্তগুলো “গৃহপরাজয়” সমতুল্য এবং মেনে নেওয়া হলে আরও বড় রাশিয়া আক্রমণের জন্য তারা অসুরক্ষিত হয়ে পড়বে।
পেসকভ জানিয়েছেন, রাশিয়ারই সামরিক ফ্রন্টে প্রাথমিক উদ্যোগ রয়েছে এবং তারা থামবে না।
এএফপি/এসআর

রাশিয়া সোমবার বলেছে যে, ইউক্রেন যুদ্ধ জিততে পারবে এমন ভাবনাই ভুল ধারণা। একই সময়ে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে যে, তারা সমগ্র সামরিক ফ্রন্টে আরও তিনটি গ্রাম দখল করেছে।
রাশিয়া তার জনবল ও সামরিক সরঞ্জামে সুবিধা নেয়ার চেষ্টা করছে, তবে ভূখণ্ড দখল ধীরে ধীরে এবং ব্যয়সাপেক্ষে হচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় চার বছর পরে দুই পক্ষই ব্যাপকভাবে নিরাপদ স্থাপনায় অবস্থান করছে।
“ইউরোপের দেশগুলো বিশ্বাস করছে যে ইউক্রেন যুদ্ধ জিতে নিজের স্বার্থ অর্জন করতে পারবে,” ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন। তিনি বলেন, “কিয়েভের শাসন ব্যবস্থার মধ্যে এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। সামরিক ফ্রন্টের পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ইঙ্গিত করছে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে যে, তারা ইউক্রেনের জাপোরিজজিয়া অঞ্চলের স্লোদকিয়ে ও নোভে গ্রাম এবং দোনেৎস্ক অঞ্চলের গনাতিভকা গ্রাম দখল করেছে।
পেসকভ আরও বলেন, যুদ্ধ কেবল তখনই শেষ হবে “যখন রাশিয়া শুরুতেই নির্ধারিত লক্ষ্য অর্জন করবে।”
মস্কো দাবি করছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ান ভাষাভাষী জনগণকে রক্ষা করতে, NATO-এর পূর্বে সম্প্রসারণ ঠেকাতে এবং দেশ থেকে “নেও-নাজিদের” অপসারণে লড়াই করছে। কিন্তু কিয়েভ ও পশ্চিমা দেশগুলো এই যুক্তিগুলো ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
কিয়েভের পক্ষের মতে, এই সংঘাত যা বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নিয়েছে, আসলে রাশিয়ার সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের চেষ্টা ছাড়া কিছু নয়।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তির প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
মস্কো কোনো ধরনের যুদ্ধবিরতি বা দাবি প্রত্যাহারের প্রস্তাবে রাজি হয়নি। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তারা কেবল তখনই আক্রমণ থামার বিষয়টি আলোচনায় আনবে, যদি ইউক্রেন পূর্ব ডোনবাস থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং পশ্চিমা সামরিক সমর্থন প্রত্যাখ্যান করে।
কিয়েভের পক্ষের মতে, এই শর্তগুলো “গৃহপরাজয়” সমতুল্য এবং মেনে নেওয়া হলে আরও বড় রাশিয়া আক্রমণের জন্য তারা অসুরক্ষিত হয়ে পড়বে।
পেসকভ জানিয়েছেন, রাশিয়ারই সামরিক ফ্রন্টে প্রাথমিক উদ্যোগ রয়েছে এবং তারা থামবে না।
এএফপি/এসআর

উত্তর-পূর্ব নাইজেরিয়ার লেক চাদ এলাকায় প্রতিদ্বন্দ্বী জিহাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রায় ২০০ জন নিহত হয়েছে, সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা, মিলিশিয়া ও জিহাদী সূত্রগুলো।
৬ মিনিট আগে
মিয়ানমার থেকে পালানোর সময় রোহিঙ্গাদের বহন করা একটি নৌকা মালয়েশিয়া-থাইল্যান্ড সমুদ্র সীমান্তে ডুবে যায়। এ ঘটনায় ১৩ জনের মৃত্যু কথা নিশ্চিত করছে উদ্ধারকারী দল। এছাড়া আরো ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
২৫ মিনিট আগেএরদোয়ান তার আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের বলেন, "আমাদের লক্ষ্য হলো এমন পদক্ষেপ ও ব্যবস্থাপনা তৈরি করা যা যুদ্ধবিরতি টেকসই করবে এবং অঞ্চলে সন্ত্রাসবাদী হামলার স্থায়ী সমাপ্তি ঘটাবে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, চূড়ান্ত শান্তি ও স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জা
১ ঘণ্টা আগে
ইসলামাবাদে বিরোধীদের বয়কট ও হট্টগোলের মধ্যেও পাকিস্তান সিনেটে ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল ভোটের জন্য পেশ করা হয়েছে। এর আগে সিনেট ও জাতীয় পরিষদের আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটির যৌথ বৈঠকে সামান্য পরিবর্তনসহ বিলটি অনুমোদন পেয়েছে।
১ ঘণ্টা আগে