আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, ছিলেন ইউরোপীয় নেতারাও

আমার দেশ অনলাইন

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, ছিলেন ইউরোপীয় নেতারাও
ছবি: বিবিসি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভেলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে স্থানীয় সময় সোমবার এ বৈঠক হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা দিয়ে বৈঠক শেষ হয়। খবর বিবিসির।

প্রতিবেদনে জানানো হয়, খুই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক হয়। ইউরোপীয় নেতারা এ বৈঠক নিয়ে সন্তুষ্ট বলে জানায় বিবিসি।

বিজ্ঞাপন

বৈঠকে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। মার্কিন প্রেসিনেন্ট ট্রাম্প বলেছেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের নিরাপত্তার নিশ্চিয়তা দেবে এবং যুক্তরাষ্ট্র তা সমন্বয় করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘পুরো বিষয়টিই ছিল অভূতপূর্ব। বৈঠকে সবাই যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলেছেন।’

তিনি বলেন, বাইডেন প্রশাসনের অধীনে ‘একমাত্র বিকল্প ছিল যত দিন সময় লাগে ততদিন ইউক্রেনকে অর্থায়ন অব্যাহত রাখা। তবে এখন সবাই যুদ্ধ শেষ করার উপায় নিয়ে কথা বলছেন।’

তিনি জানান, ‘আরো কিছু কাজ বাকী রয়েছ এবং আরো কিছুটা সময় প্রয়োজন হবে, তবে আমরা অগ্রগতি করছি।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন, তিনি আজকের বৈঠকের ফলাফলে খুবই সন্তুষ্ট; বিশেষ করে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠকে প্রকৃত অগ্রগতির বিষয়ে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর, ট্রাম্প সামাজিকমাধ্যমে একথা জানান।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...