আরো ২ জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০: ১৪
ছবি: আল জাজিরা

গাজা থেকে আরো দুই ইসরাইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। লাশ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। শনিবার রাতে দুটি কফিনে করে আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে লাশ হস্তান্তর করে হামাস। খবর আল জাজিরার।

আজ রোববার ভোরে সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রেড ক্রসের মাধ্যমে ইসরাইল দুই জিম্মির লাশ পেয়েছে তারা।

বিজ্ঞাপন

লাশ দুটি ইসরাইলি ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে স্থানান্তর করা হয়েছে এবং ‘শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে’।

প্রধানমন্ত্রীর কার্যালয় আরো জানিয়েছে, ‘আমাদের জিম্মিদের ফিরিয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং শেষ জিম্মিটি ফিরে না আসা পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।’

নতুন দুটি মরদেহ জিম্মিদের এটি নিশ্চিত হওয়া গেলে ইসরাইলের কাছে হামাসের হস্তান্তরকৃত লাশের সংখ্যা ১২ জনে পৌঁছাবে। এতে করে হামাসের কাছে আরো ১৬টি মরদেহ থেকে যাবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত