আমার দেশ অনলাইন
ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
তিনি বলেন, ‘আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের বর্বরতা চলতে পারে না। দোহায় তেলআবিবের হামলার সমালোচনা করেন তিনি। বলেন, এটা কেবল হামাসের ওপরই নয়, বরং যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টাকারী সকলের প্রচেষ্টার প্রতি অসম্মান। ইসরাইলের সহিংসতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের নৃশংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে। নৃশংসতা ফিলিস্তিন দিয়ে শুরু হলেও অবশ্যই ফিলিস্তিনের সীমাবদ্ধ থাকবে না।’
সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, ‘এই সংঘাতের মাত্র তিনটি বাস্তব সমাধান আছে। আর তাহলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া, একটি স্ব-শাসিত ফিলিস্তিন রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন প্রদান এবং জাতিসংঘের সংস্কার করা। একইসাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’
জাতিসংঘের টিকে থাকার জন্য মোহাম্মদ তিনটি জরুরি সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো- নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করা, সাধারণ পরিষদের কাছে কর্তৃত্ব ফিরিয়ে আনা এবং গ্লোবাল সাউথের জন্য স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী অর্থায়ন ব্যবস্থা পুনর্গঠন করা।
এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে।
তিনি বলেন, ‘সংস্কার এখন আর কোনো পছন্দ নয়, বরং অপরিহার্য। আমরা সফল হব কিনা তার ওপর কোটি কোটি জীবন নির্ভর করে।’
আরএ
ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ আহ্বান জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
তিনি বলেন, ‘আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে এবং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে ইসরাইলের বর্বরতা চলতে পারে না। দোহায় তেলআবিবের হামলার সমালোচনা করেন তিনি। বলেন, এটা কেবল হামাসের ওপরই নয়, বরং যুদ্ধবিরতিতে মধ্যস্থতার চেষ্টাকারী সকলের প্রচেষ্টার প্রতি অসম্মান। ইসরাইলের সহিংসতা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘গাজায় ইসরাইলের নৃশংসতা বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়বে। নৃশংসতা ফিলিস্তিন দিয়ে শুরু হলেও অবশ্যই ফিলিস্তিনের সীমাবদ্ধ থাকবে না।’
সংঘাত বন্ধের প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, ‘এই সংঘাতের মাত্র তিনটি বাস্তব সমাধান আছে। আর তাহলো-দখলদার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া, একটি স্ব-শাসিত ফিলিস্তিন রাষ্ট্রের উন্নয়নে দীর্ঘমেয়াদী সমর্থন প্রদান এবং জাতিসংঘের সংস্কার করা। একইসাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।’
জাতিসংঘের টিকে থাকার জন্য মোহাম্মদ তিনটি জরুরি সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেগুলো হলো- নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সীমিত করা, সাধারণ পরিষদের কাছে কর্তৃত্ব ফিরিয়ে আনা এবং গ্লোবাল সাউথের জন্য স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য বিশ্বব্যাপী অর্থায়ন ব্যবস্থা পুনর্গঠন করা।
এই মাসের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে।
তিনি বলেন, ‘সংস্কার এখন আর কোনো পছন্দ নয়, বরং অপরিহার্য। আমরা সফল হব কিনা তার ওপর কোটি কোটি জীবন নির্ভর করে।’
আরএ
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৪ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে