যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, চীনের নেতৃত্বে জলবায়ু পরিকল্পনায় যেসব দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৪
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫৮

বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত জলবায়ু বিয়ষক এক শীর্ষ সম্মেলনে চীনের নেতৃত্বে একটি নতুন জলবায়ু পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন অস্বীকারকে উপেক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সম্মেলনে বেইজিং থেকে লাইভ ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং জানান, ২০৩৫ সালের মধ্যে দেশটি গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বোচ্চ থেকে ৭%-১০% কমাবে এবং আগামী দশ বছরে বায়ু ও সৌরশক্তির উৎপাদন ক্ষমতা ছয় গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। তিনি বিশ্বের উন্নত দেশগুলোর কাছে আরও দৃঢ় জলবায়ু পদক্ষেপের আহ্বান জানান।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে তার ভাষণে জলবায়ু পরিবর্তনকে “প্রতারণামূলক কাজ” বলছেন এবং বিজ্ঞানীদের সমালোচনা করেছেন। তিনি এর আগে প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন, যা বিশ্বজুড়ে জলবায়ু উদ্যোগে বড় ধাক্কা দিয়েছে।

ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ অন্য অনেক দেশও তাদের নির্গমন হ্রাস লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। ব্রাজিল ২০৩৫ সালের মধ্যে নির্গমন ৫৯%-৬৭% কমানোর প্রতিশ্রুতি দিয়েছে, আর অস্ট্রেলিয়া ২০০৫ সালের তুলনায় ২০৩৫ সালের মধ্যে নির্গমন ৬২%-৭০% কমাবে বলে জানাচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্বের অনেক বড় অর্থনীতির দেশ নির্গমন হ্রাসে এখনও পিছিয়ে রয়েছে এবং আরো দ্রুত ও ব্যাপক পদক্ষেপের প্রয়োজন রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, মার্কিন অস্বীকৃতির ফলে কার্বন-পরবর্তী শক্তির বাজার এখন চীনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। যদিও চীনের হ্রাস লক্ষ্যমাত্রা অনেকের প্রত্যাশার তুলনায় কম, তবু দেশটি বিশ্ব মঞ্চে আরো সক্রিয় ভূমিকা নিচ্ছে।

চীনের নেতৃত্বে নতুন এই জলবায়ু পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তার মধ্যে বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে এগিয়ে নেওয়ার একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত