আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইল কখনো গাজা ছেড়ে যাবে না: কাৎজ

আমার দেশ অনলাইন

ইসরাইল কখনো গাজা ছেড়ে যাবে না: কাৎজ
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, গাজা কখনোই ছেড়ে যাবে না তেলআবিব। গাজা উপত্যকার চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা বলয় গড়ে তোলা এবং এর উত্তরে বসতি স্থাপনের অনুমোদন দেয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন কাৎজ। খবর বার্তা আনাদোলুর।

এরআগে গত মঙ্গলবার উত্তর গাজায় বসতি নির্মাণের পরিকল্পনা সম্পর্কে একই রকম মন্তব্য করেছিলেন কাৎজ। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ২০২৩ সালের অক্টোবরে গাজায় নৃশংস যুদ্ধ শুরু করে। যার ফলে ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং এক লাশ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বিজ্ঞাপন

ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। তবে ইসরাইল প্রতিদিন চুক্তি লঙ্ঘন করছে, যার ফলে ৪১১ জন ফিলিস্তিনি মারা গেছে।

কাৎজ বলেন, সময় এলে উত্তর গাজায় নাহাল আউটপোস্ট স্থাপন করা সম্ভব হবে। তিনি বলেন, ইসরাইল গাজায় ‘কার্যত নিজেদের সার্বভৌমত্ব’ প্রয়োগ করবে, যেভাবে অধিকৃত পশ্চিম তীরে করা হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করার পদক্ষেপ জোড়াল করেছে, যার মধ্যে বাড়িঘর ধ্বংস, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।

পশ্চিম তীরকে সংযুক্ত করার ফলে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা কার্যকরভাবে শেষ হয়ে যাবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দখলকৃত অঞ্চলগুলোতে বসতি স্থাপন বন্ধ করতে ইসরাইলকে চাপ দেয়ার জন্য অনুরোধ করে আসছে, যা জাতিসংঘ অবৈধ বলে মনে করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন