পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৩
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৫
ছবি: আল জাজিরা

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে

গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েন ইশিবা। তিনি গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলার পাশাপাশি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংস্কারের প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক তহবিল সংগ্রহ নিয়ে এলডিপির বিরেুদ্ধে সমালোচনা রয়েছে।

তিনি ক্ষমতা গ্রহণের পরপরই, নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি এবং তার জোটের অংশীদার কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনেও ক্ষমতাসীন জোট পরাজিত হয়।

সেসময় তার পদত্যাগের জোর দাবি ওঠে। তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান ইশিবা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।

দেশটির ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের ৫০টি আসন দরকার ছিলো। তবে তারা পয় মাত্র ৪৭টি আসন।

নির্বাচনের ফলাফল ইশিবার প্রতি ভোটারদের অসন্তোষকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তিনি জাপানের অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আস্থা জাগাতে ব্যর্থ হয়েছেন।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত