ইসরাইলের সেনা ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ২১
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেছেন। খবর প্রেস টিভির।

গাজায় ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। তাদের ক্ষেপণাস্ত্র বৃহস্পতিবার দখলকৃত নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে।

বিজ্ঞাপন

বিবৃতিতে অভিযানটিকে সফল বলে বর্ণনা করা হয়েছে। সেইসঙ্গে এ হামলার ফলে বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে উল্লেখ করা হয়।

সারি আরো জানান, ইলাতের কাছে রামন বিমানবন্দরে ও নেগেভের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলাও চালানো হয়েছে।

বিবৃতিতে হামলাগুলোকে গাজায় ইসরাইলি কর্মকাণ্ড ও ইয়েমেনের ভূখণ্ডে আক্রমণের প্রতিশোধ হিসেবে বর্ণনা করা হয়েছে। সারি জোর দিয়ে বলেন, ইয়েমেন ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার সামর্থ্য রাখে।

গাজার সমর্থনে ইসরাইলের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সারি।

গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৫৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে নয়জন এবং আহতদের মধ্যে ৮৭ জন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত