তুরস্ক থেকে ৪৮ যুদ্ধবিমান কিনবে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০: ৪৫

তুরস্ক থেকে ৪৮টি কান যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইন্দোনেশিয়া। মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নিজস্ব বিমান বাহিনীর আধুনিকায়নের উদ্দেশ্যে নতুন এ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে জাকার্তা। এর আগে ২০২২ সালে ফ্রান্স থেকে ৪২টি রাফালে যুদ্ধবিমান কিনেছে দেশটি। বর্তমানে চীন থেকে জে-১০ ও আমেরিকা থেকে এফ-১৫ইএক্স কেনার জন্য আলোচনা চালাচ্ছে ইন্দোনেশিয়া।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত শনিবার তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা’য় দুই দেশের মধ্যে কান যুদ্ধবিমান কেনার বিষয়ে যাবতীয় চুক্তি হয়েছে। তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি।

কান তুরস্কের প্রথম জাতীয় যুদ্ধবিমান নির্মাণ প্রকল্প। গত বছরের ফেব্রুয়ারিতে বিমানটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। তবে বাণিজ্যিকভাবে ২০২৮ সালের আগে তা নির্মাণ করা হচ্ছে না বলে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি পঞ্চম প্রজন্মের উড়োজাহাজ। এটি দুটি জেনারেল ইলেকট্রিক এফ-১১১০ ইঞ্জিনের সাহায্যে চলে, যা আমেরিকার চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিনের এফ-১৬ যুদ্ধবিমানে ব্যবহৃত হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত