গাজায় দুর্ভিক্ষ বিশ্বের জন্য লজ্জাজনক: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৭: ৪৯
ছবি: আল জাজিরা

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিকে “বিশ্বের জন্য লজ্জাজনক” বলে অভিহিত করেছেন। গাজা সিটিসহ আশাপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

ফ্লেচার বলেন, “এই দুর্ভিক্ষ আমাদেরকে আরও জরুরি ও মানবিক পদক্ষেপ নিতে উৎসাহিত করা উচিত। এটি এমন একটি দুর্ভিক্ষ, যা প্রতিরোধ করা যেত।”

তিনি সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতি করুন। উত্তর এবং দক্ষিণে সব সীমান্ত ক্রসিং খুলে দিন। আমাদের খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছাতে দিন। প্রতিশোধ বন্ধ করুন।”

টম ফ্লেচার আরও অভিযোগ করেন, জাতিসংঘের সহায়তা পৌঁছাতে “পদ্ধতিগত বাধা” সৃষ্টি করা হয়েছে, যা এই মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

প্রসঙ্গত, জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি এর প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে গাজায় দুর্ভিক্ষের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ইসরাইল সরকার এবং জনমতের একটি অংশ এখনও এই দুর্ভিক্ষের অস্তিত্ব অস্বীকার করছে।

এই প্রসঙ্গে ফ্লেচার বলেন,“যারা এই বাস্তবতাকে অস্বীকার করছেন, আমি তাদের বলব এই প্রতিবেদনটি পড়ুন। শুধু আমার কথা শুনবেন না। প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন, আবার পড়ুন, এবং মানবতার পক্ষে পদক্ষেপ নিন।”

এই বক্তব্য গাজায় চলমান সংকটের পটভূমিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি ফেরাতে এবং জরুরি মানবিক সহায়তার পথ প্রশস্ত করতে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত