আরো ১৫ ফিলিস্তিনের লাশ ফেরত দিলো ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২: ১৪
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

আরো ১৫ ফিলিস্তিনের লাশ ফেরত দিয়েছে ইসরাইল। শনিবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে লাশ হস্তান্তর করে তারা। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ১৩৫ ফিলিস্তিনের লাশ ফেরত দিলো তেলআবিব। খবর মিডল ইস্ট মনিটরের।

গাজা স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, লাশগুলো পরিবারের কাছে হস্তারের আগে ফরেনসিক পরীক্ষা করা হবে। কয়েকটি লাশের শরীরে নির্যাতন, মারধর, হাত বাঁধা এবং চোখ বাঁধার চিহ্ন রয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় আরো জানিয়েছে, পরিবারগুলো এখন পর্যন্ত সাতজন নিহত ব্যক্তিকে শনাক্ত করেছে। শুক্রবার নাসের হাসপাতালের ফরেনসিক মেডিসিনের পরিচালক আহমেদ ধহির বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, বৈজ্ঞানিক সরঞ্জামের অভাবের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে লাশের সেন্সর করা ছবি দেখানো হয়; যাতে পরিবারগুলোকে নিখোঁজ আত্মীয়দের শনাক্ত করতে সহায়তা করা যায়।

তিনি বলেন, লাশের গায়ে নির্যাতন, পোড়া এবং হত্যার চিহ্ন রয়েছে। ইসরাইল এদের কোনো তথ্য বা নাম প্রকাশ করেনি, যার ফলে শনাক্তকরণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এছাড়া ১১ জন বন্দির দেহাবশেষ হস্তান্তর করেছে, যার বিনিময়ে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত