মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৈরি খসড়া শান্তি প্রস্তাবটি জেলেনস্কি এখনো পড়েননি, এজন্য তিনি হতাশ। খবর সংবাদমাধ্যম তাসের।
ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েননি বলে আমি কিছুটা হতাশ।’ ট্রাম্পের দাবি, ইউক্রেনের জনগণ তার প্রস্তাব পছন্দ করেছে।
তবে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, জেলেনস্কি আসলে ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতাটি মেনে নিতে রাজি কি না, তা তিনি নিশ্চিত নন। তিনি এও বলেন, জেলেনস্কি কেন প্রস্তাবটির বিস্তারিত পর্যালোচনা করেননি তা ব্যাখ্যা করা প্রয়োজন।
এর আগে গত নভেম্বর মাসে ওয়াশিংটন ইউক্রেন সংকট সমাধানে ২৮ দফার একটি পরিকল্পনা প্রস্তাব করে। এই নথি কিয়েভ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে অসন্তোষ তৈরি করে এবং তারা এর সংশোধন চান। এরপর ২৩ নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এ বিষয়ে পরামর্শ বৈঠকও অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, শান্তি পরিকল্পনার প্রাথমিক খসড়াটি সংশোধন করা হয়েছে, যাতে মস্কো ও কিয়েভ উভয়ের অবস্থান বিবেচনায় নেয়া হয়েছে এবং এতে কেবল কিছু অমীমাংসিত বিষয় বাকি আছে। পাশাপাশি তিনি জানান, দফা সংখ্যা কমিয়ে ২২ করা হয়েছে।


মানসিক সমস্যায় হাজার হাজার ইসরাইলি সেনা, ৩৬ জনের আত্মহত্যা
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-ইসরাইল-কাতারের গোপন বৈঠক