ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ফের অগ্ন্যুৎপাত, সরানো হলো হাজারো মানুষ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০: ২০
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০: ২৩
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। অগ্নুৎপাতের কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। লাভা উদগীরণের কারণে আশপাশের হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

মঙ্গলবার অগ্নুৎপাত শুরু হয়। বুধবার আকাশে ছাই ও ধোঁয়ার স্তর ১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।

বিজ্ঞাপন

দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে, জনসাধারণ এবং পর্যটকদের অগ্ন্যুৎপাত কেন্দ্র থেকে দূরে থাকতে এবং কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

এরআগে গত বছরের নভেম্বরে একই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর কমপক্ষে নয়জন নিহত এবং আহত হয়ে অনেকে।

এক হাজার ৫৮৪ মিটার উচ্চতার এই চূড়াটি ফ্লোরেস তৈমুর জেলার মাউন্ট লেওতোবি পেরেম্পুয়া সহ একটি জোড়া আগ্নেয়গিরি অংশ।

ইন্দোনেশিয়ার ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং এটি রিং অব ফায়ার বরাবর অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে ঘিরে থাকা ফল্ট লাইনের একটি ভূকম্প প্রবণ এলাকা।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত