গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২: ৩৯
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার নিরাপত্তা স্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার গাজা ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত ছিল মার্কিন সমর্থিত স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী গঠন করা। এই বাহিনীকে সহায়তা করতে ২০০ মার্কিন সেনা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে তাদের সেনাবাহিনী গাজায় মোতায়েন করা হবে না।

বিজ্ঞাপন

উপদেষ্টারা বলেন, ‘এখন আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে চাইছি । আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী তৈরি করা হচ্ছে।’

এই বাহিনীতে যোগ দিতে যুক্তরাষ্ট্র এরইমধ্যে ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কাতার এবং আজারবাইজানের সঙ্গে কথা বলেছে।

সম্প্রতি হামাস ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গাজা সিটিতে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনার পর বেসামরিক লোকজনকে এ ধরনের হামলা থেকে রক্ষা করতে ‘নিরাপদ অঞ্চল’ গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানান উপদেষ্টারা।

তারা বলেন, কোনো ফিলিস্তিনিকেই গাজা উপত্যকা ছাড়তে বাধ্য করা হবে না। হামাসমুক্ত এলাকাগুলোতে পুনর্গঠনকাজের পরিকল্পনা নেয়া হচ্ছে।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত