আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আমার দেশ অনলাইন
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফাইল ছবি

ইন্দোনেশিয়ার মধ্য পাপুয়া প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাবিরে শহর থেকে ২৮ কিলোমিটার দক্ষিণে। খবর গাল্ফ নিউজের।

নাবিরে ইন্দোনেশিয়ার সেই অংশে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পাপুয়া নিউগিনির সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে।

বিজ্ঞাপন

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ আর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ার বিএমকেজি সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং গভীরতা ২৪ কিলোমিটার। এছাড়া কয়েকটি ছোট ছোট আফটারশক হয়েছে বলেও জানানো হয়েছে।

দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ঘন ঘন ভূমিকম্প হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন