টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ, ৩১০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৫: ১৩
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৫: ১৫
ছবি: দ্য প্রিন্ট

ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ টানা বৃষ্টিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। প্রবল বৃষ্টি, ভূমিধস ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (এসডিএমএ) হিসেবে, চলতি বর্ষা মৌসুমে জুন থেকে এখন পর্যন্ত ৩১০ জনের মৃত্যু হয়েছে। খবর দ্য প্রিন্টের

প্রতিবেদনে বলা হয়, ভূমিধস, আকস্মিক বন্যা, বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এবং পানিতে ডুবে মারা ১৫৮ জন। আর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫২ জন।

বিজ্ঞাপন

মৃতদের বেশির ভাগই মান্ডি, কাংড়া, চাম্বা, কুল্লু ও কিন্নৌর জেলার বাসিন্দা। সড়ক পিচ্ছিল ও দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনা বেড়েছে। চাম্বা, মান্ডি ও কাংড়ায় উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) কাংড়া, চাম্বা এবং লাহুল ও স্পিতি জেলায় ‘রেড এলার্ট’ জারি করেছে।

কুলু-মানালিতে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিয়াস নদীর পানি বেড়ে মঙ্গলবার ভোরে মানালিতে একটি বহুতল হোটেল এবং চারটি দোকান ভেসে যায়। তীব্র পানির স্রোতে মানালি-লেহ মহাসড়ক একাধিক স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জাতীয় মহাসড়ক-৩ এর ৩ কিলোমিটার এলাকা ভেসে গেছে এবং দাওয়ারার কাছে একটি ফুটব্রিজ নদীর স্রোতে বিলীন হয়ে গেছে। সোমবার গভীর রাতে মান্ডির বালি চৌকি এলাকায় দুটি ভবন ধসে পড়েছে। তবে সময়মতো ভবনগুলো খালি করায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুল্লুর আবাসিক এলাকায়ও পানি ঢুকে পড়েছে।

কুলুর ডেপুটি কমিশনার তোরুল এস. রবিশ বলছেন, টানা বৃষ্টিপাতের ফলে জাতীয় মহাসড়ক একাধিক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র কুলুতেই ১৩০টি রাস্তা বন্ধ রয়েছে এবং রাজ্যজুড়ে ৯০০টির বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে।

বিপর্যয়ে সরকারি অবকাঠামোর ক্ষতির পরিমাণ আনুমানিক তিন হাজার কোটি রুপির বেশি। গণপূর্ত দপ্তরের হিসাবে, শুধু সড়ক অবকাঠামোতেই ক্ষতি হয়েছে প্রায় ১ দশমিক ৩১ হাজার কোটি টাকা।

পানি শক্তি বিভাগ জানিয়েছে, পানি সরবরাহ ও সেচব্যবস্থায় ক্ষতি ৮৭২ কোটি টাকার বেশি। বিদ্যুৎ খাতে ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১৩৯ কোটি টাকা।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত