চাইলেই পাক-আফগান যুদ্ধ থামাতে পারি কিন্তু...

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৩: ৩৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চাইলেই পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামাতে পারেন। তবে তিনি এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে ব্যস্ত আছেন।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আটটি যুদ্ধ বন্ধে নিজের অবদানের বিষয়টি পুনরাবৃত্তি করেন ট্রাম্প। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি স্থাপনই তার পরবর্তী লক্ষ্য বলে জানান এই রিপাবলিকান রাজনীতিক।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধ থামানো আমার জন্য খুবই সহজ। তবে আমাকে যুক্তরাষ্ট্র চালাতে হবে। যদিও আমি যুদ্ধ থামাতে খুব পছন্দ করি।

আটটি যুদ্ধ থামিয়েও নোবেল না পাওয়ায় আবারো আক্ষেপ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। রুয়ান্ডা ও কঙ্গোতে যান এবং ভারত-পাকিস্তান সম্পর্কে কথা বলুন। আমরা যেসব যুদ্ধের সমাধান করেছি, সেদিকে তাকান। প্রতিবারই যখন আমি সমাধান করেছি, তখন তারা বলেছিল, ‘যদি তুমি পরবর্তীটি সমাধান করো, তাহলে তুমি নোবেল পুরস্কার পাবে।’ আমি নোবেল পুরস্কার পাইনি। তবে কেউ একজন পেয়েছেন, যিনি খুব ভালো নারী। আমি জানি না তিনি কে, তবে তিনি খুব উদার। আমি এসব বিষয়ে চিন্তা করি না। আমি শুধু জীবন বাঁচানোর বিষয়ে চিন্তা করি।’’ সূত্র : এনডিটিভি

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত