মিয়ানমারে জালিয়াতি কেন্দ্র পরিচালনাকারী মাফিয়া পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। কুখ্যাত মিং পরিবারটি মিয়ানমারে একটি প্রতারণা কেন্দ্র পরিচালনা করত। গত সেপ্টেম্বরে ঝেজিয়াং প্রদেশের একটি আদালত হত্যা, অবৈধ আটক, জালিয়াতি এবং জুয়ার আড্ডা পরিচালনাসহ বিভিন্ন অপরাধের জন্য পরিবারটির ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়। খবর বিবিসির।
চীন সীমান্তের কাছে অবস্থিত মিয়ানমারের লাউক্কাইংয়ে জালিয়াতি গ্যাং পরিচালনাকারী বেশ কয়েকটি গোষ্ঠীর মধ্যে মিং পরিবার একটি। তাদের শাসনামলে একসময়ের দরিদ্র ও অবহেলিত এই অঞ্চল ক্যাসিনো ও রেড-লাইট এলাকার ঝলমলে কেন্দ্রে পরিণত হয়। ২০২৩ সালে তাদের প্রতারণার সাম্রাজ্য ভেঙে পড়ে, যখন মিয়ানমার কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে চীনের হাতে তুলে দেয়। বেইজিংয়ের চাপে এই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল মিয়ানমার।
সেপ্টেম্বরে মিং পরিবারের ৩৯ সদস্যকে সাজা দেওয়া হয়। এর মধ্যে ১১ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন, বাকিদের ৫ থেকে ২৪ বছর পর্যন্ত কারাদণ্ড দেয় আদালত।
আদালতের মতে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তাদের প্রতারণামূলক কার্যক্রম এবং জুয়ার আড্ডা থেকে ১০ বিলিয়ন ইউয়ানেরও (১.৪ বিলিয়ন ডলার) বেশি আয় হয়েছিল। আদালত জানিয়েছে, তাদের অপরাধের ফলে ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু এবং আরো অনেকে আহত হয়েছেন।
মিয়ানমারে বছরের পর বছর ধরে হাজার হাজার চীনা কর্মী জালিয়াতির ফাঁদে আটকা পড়েন। আদালত জানায়, মিং মাফিয়াদের জালিয়াতি কার্যক্রম এবং জুয়ার আস্তানাগুলো ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
আদালত জানায়, তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ১৪ চীনা নাগরিক মারা গেছেন এবং আরো অনেকে আহত হয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পর্তুগালে ঝড়ের তাণ্ডবে নিহত ৫, বিদ্যুৎহীন ৮ লাখ মানুষ
সিরিয়ার কুর্দিদের ব্যাপারে মার্কিন নীতিতে বাঁকবদল