আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত ২

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় ইসরাইলি বিমান হামলা, নিহত ২

গাজা উপত্যকায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় সোমবার সন্ধ্যায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় দক্ষিণ গাজায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বিজ্ঞাপন

সংবাদে বলা হয়, পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। উল্লেখযোগ্যভাবে, ওই এলাকা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইলি সেনারা যেসব অঞ্চল থেকে প্রত্যাহার করে নিয়েছিল, তারই একটি।

তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ গাজায় তাদের বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল এমন এক হামাস সদস্যকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মাধ্যমে ইসরাইলের দুই বছরব্যাপী যুদ্ধ সাময়িকভাবে বন্ধ হয়। ওই যুদ্ধে প্রায় ৭১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয় ১ লাখ ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ, আর গাজা উপত্যকা ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...