আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২২: ৫৪

জাতিসংঘের বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে “উদ্বেগজনক” এবং “বৈরিতার প্রতিফলন” হিসেবে নিন্দা জানিয়েছেন।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, এই পদক্ষেপ আইসিসির স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ এবং নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিতের বৈশ্বিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

বিশেষজ্ঞরা জানান, আইসিসি বিচারক ও প্রসিকিউটরদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা দায়মুক্তির বিরুদ্ধে লড়াই দুর্বল করে এবং বিশ্বকে বার্তা দেয় যে “ন্যায়বিচার নয়, বরং ক্ষমতা নৃশংসতার মুখে শাসন করে।”

যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে দুই আইসিসি বিচারক ও দুই ডেপুটি প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা আদালতের চার বিচারক ও প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞার ধারাবাহিকতা।

জাতিসংঘের বিশেষজ্ঞরা মার্কিন কর্তৃপক্ষকে এসব পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়নকে আইসিসি কর্মকর্তাদের সুরক্ষায় তাদের “ব্লকিং আইন” কার্যকর করার আহ্বান জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত