এবার সরকারি মানচিত্রে ফিলিস্তিনের নাম যুক্ত করলো যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪২

যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর এবার দেশটির সরকারি মানচিত্র ও ওয়েবসাইটে “অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল” শব্দের পরিবর্তে সরাসরি “ফিলিস্তিন” উল্লেখ করা করেছে।

সোমবার ইরানের গণমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ব্রিটিশ গণমাধ্যম এবং গালফ টুডে-এর খবরে জানানো হয়েছে, এই পরিবর্তনটি দেখা যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যেখানে ইসরাইল এবং ফিলিস্তিন সংক্রান্ত ভ্রমণ পরামর্শ পৃষ্ঠা, বিদেশে ব্রিটিশ মিশনের তালিকা, এবং সরকারি মানচিত্রে এখন “ফিলিস্তিন” নাম ব্যবহৃত হচ্ছে।

প্রসঙ্গত রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। এবং তিনি এক সংবাদ সম্মেলনে বলেন,‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা সংরক্ষণের জন্য কাজ করছি।’

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন বিশ্বব্যাপী ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি আন্দোলন নতুন গতি পেয়েছে। কানাডা ও অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্য হচ্ছে তৃতীয় জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো।

এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক সম্মেলনের ঠিক আগেই যুক্তরাজ্য এই পদক্ষেপ নিলো। প্রত্যাশা করা হচ্ছে, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ সেই সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাজ্যের এই পদক্ষেপ একটি প্রতীকী অগ্রগতি নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পরিবর্তন, যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত