সিরিয়ার কুর্দিদের নিরাপত্তার বিষয়ে যা বললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ২০: ৪৪

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার কুর্দিসহ সব ভ্রাতৃপ্রতিম জনগণের নিরাপত্তা, শান্তি ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব তুরস্কের। তিনি জানান, তুরস্ক এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার তুরস্কের মুস প্রদেশে মানজিকার্ট বিজয়ের ৯৫৪তম বার্ষিকীতে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এরদোয়ান বলেন,‘যারা আঙ্কারা ও দামেস্কের দিকে ঝুঁকবে, তারাই সফল হবে। আর যারা নিজেদের দিক হারিয়ে নতুন পৃষ্ঠপোষক খুঁজবে, তারা পরাজিত হবে।’

তিনি বলেন, তুর্কি, আরব ও কুর্দিরা সবাই এই ভূখণ্ডে দীর্ঘকাল একসঙ্গে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।‘সন্ত্রাস, রক্তপাত ও বিভাজনের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব। আমি আমাদের সব নাগরিকের সমর্থন চাই’।

ফিলিস্তিনিদের পাশে তুরস্ক গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন,‘আমি গাজার ভাইদের প্রতি শুভেচ্ছা জানাই, যারা ইসরায়েলের বর্বর আক্রমণের মুখে জীবন রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।’

তিনি জানান, তুরস্ক সব সময় গাজার মানুষের পাশে রয়েছে। ইতোমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক বৈঠক এবং ১০২ হাজার টনেরও বেশি মানবিক সহায়তা গাজায় পাঠানো হয়েছে।

নিজ দেশের ভেতরে শান্তি প্রতিষ্ঠার জন্য নেওয়া ‘সন্ত্রাসমুক্ত তুর্কি’ উদ্যোগ সম্পর্কে এরদোয়ান বলেন,‘আমরা এই উদ্যোগে অল্প সময়েই বড় অগ্রগতি অর্জন করেছি। কেউ এটিকে নষ্ট করার চেষ্টা করলেও সফল হবে না।’

জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,‘৮ কোটি ৬০ লাখ মানুষ একটি জাতি, একটি পতাকার নিচে একসঙ্গে আছি। আমাদের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসে আমরা একসূত্রে গাঁথা।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত